একটু শান্তির জন্য যেই হাত ধরে কিছুটা পথ হেঁটে ভেবেছিলাম এবার মনে হয় জীবনটা খুশিতে ভরে যাবে, দুদিন পর সেইই হাত খালি করে বুঝিয়ে গেছে আশা করলেই কষ্ট পেতে হয়। অজানা উত্তর |ajana uttar
এই ভালো আছি, এই বোধহয় ভালো নেই ।
কখনো অফুরন্ত অবসর, আবার কখনো ক্লান্তি নিয়ে ছুটতে থাকা ব্যস্ততার ভীড়।
কখনো অর্থের হাহাকার, কখনো ঘুমের হাহাকার !
কখনো ঝলমলে রোদ আবার কখনো আকাশ ভাঙা বৃষ্টি।
ভালো থাকার জন্য দু'দিন আগেও যে কারণ খুঁজতাম, দু'দিন পরে সেই কারণ পেয়ে অন্য কোন কারণ খুঁজে বেড়াই এখন!
মাঝে মাঝে খুব এলোমেলো লাগে;
নিজের চাওয়া পাওয়া গুলো গুছাতে পারি না ঠিক মতো,
ভালো থাকতে হলে আগে চাওয়া-পাওয়ার হিসেব মেলাতে হয় ... এই অংকে হয়তো আমি আজীবনই বড্ড কাঁচা !
আরও পড়ুন :একজন মানুষ কখন সুখী হয় বা কীসের অভাব বা একজন সাধারণ মানুষকে সুখী হতে মৌলিকভাবে কী কী প্রয়োজন
একটু শান্তির জন্য যেই হাত ধরে কিছুটা পথ হেঁটে ভেবেছিলাম এবার মনে হয় জীবনটা খুশিতে ভরে যাবে,
দুদিন পর সেইই হাত খালি করে বুঝিয়ে গেছে আশা করলেই কষ্ট পেতে হয়।
সন্ধ্যার পর যখন ক্লান্ত শরীরে একটু বিছানায় শুয়ে পড়ি তখন শুধু একটা কথাই মাথায় আসে এই পৃথিবীতে ভালো থাকার মানে হল যুদ্ধ ... যুদ্ধটা নিজের সাথে ... ভালো থাকার সেই যুদ্ধে অবিরাম চলতেই থাকে হার-জিত।
মানাতে হবে না হলে মানতে হবে,হারতে হবে না হলে হারাতে হবে, কোন কিছুই আপনা আপনি আসে না।
পড়াশোনায় ভালো নাম্বার পেয়ে ভাবলে এই তো এবার জীবন সুন্দর কাটবে, নাহ্ এই তো শুরু এইবার তোমাকে ছুটতে হবে চাকরীর জন্য এইদিক ওদিক,চাকরি পেলেও বেতন নিয়ে অসন্তুষ্ট বেতন বাড়লেও আর একটু বেশি পাওয়ার চাহিদা। আমাদের জীবনের প্রতি পদক্ষেপেই চাহিদা বা আশা তৈরি হয়,সেটা পূর্ন হলে খুশি অপূর্ণ হলে দুঃখ। আর এর ঠিক মাঝেই আমাদের বসবাস।।
কাহিনীঃ -প্রিয় চট্টোপাধ্যায়
চিত্রঃ সংগৃহীত
চিত্র: সংগৃহীত (আমি অনেক দিন আগে কালেক্ট করেছিলাম তবে ভুলে গেছি কে? চিনলে বলবেন মেনশান করে দেব )



Post Comment
কোন মন্তব্য নেই