একজন মানুষ কখন সুখী হয় বা কীসের অভাব বা একজন সাধারণ মানুষকে সুখী হতে মৌলিকভাবে কী কী প্রয়োজন
সুখময়
একজন মানুষ কখন সুখী হয় বা কীসের অভাব বা একজন সাধারণ মানুষকে সুখী হতে মৌলিকভাবে কী কী প্রয়োজন!
একটা পরীক্ষা করা যাক?
যারা লিখাটা পড়ছেন তারা নিজের দিকে তাকিয়ে দেখো কীসের অভাব তোমার?কী পাওয়া বাকি?
মানে এখন তোমার বয়স অনুযায়ী কী কী যোগ্য প্রাপ্তি?
কমেন্টে জানিও!
আমার মনে হয় অন্তত যতটা প্রাপ্তি একজনের মৌলিক চাহিদাগুলোর যোগান দেয় তার চেয়ে তোমাদের প্রাপ্তি টা কিন্তু একটু বেশিই.....।
ইচ্ছে হলেই নিজের পছন্দের খাবার কিনে খেতে পারা যায়...!
ইচ্ছে হলেই নিজেকে নিজে ভ্রমন করতে যাওয়া যায়...!
ইচ্ছে হলেই পছন্দের জামাটা কিনা যায়...!
ইচ্ছে হলেই অপ্রকাশিত ভালোবাসার মানুষটাকে নিয়ে মনে মনে অনেক দূর পাড়ি দেওয়া যায়...!
হ্যাঁ হয়তো মাঝে মাঝে যোগ্যতা আর সামর্থ্যের চেয়ে উর্ধ্বে ইচ্ছাগুলো অপূর্ণ থেকে যায়।
কিন্তু কাপড়ের অভাবে হাঁড় কাপা শীতে একটু উষ্ণতা খুঁজতে হয় না।
রাতে ঘুমানোর জন্য জায়গা খুঁজতে হয় না।
ভালোবাসার মানুষটি যার সাথে ভালো থাকতে পারে তাকে তার সাথে ভালো থাকতে দিয়ে তার ভালো থাকাটাকে মুখ্য ধরে বেঁচে থাকতে পারি।।
অথচ দেখো,
একজন মানুষ কখন সুখী হয় |
মনের মধ্যে নিজে নিজেই বেশ মন খারাপের তীঘ্ন জাল বুনতে থাকি।।
নিজেকে ভাবো পৃথিবীর সব থেকে অসুখী।।
নিজের ভিতরে অপ্রাপ্তি গুলোর হিসেব করতে থাকো।।
বিলাসিতার খাটে নরম বিছানায় শুয়েও বালিশ ভিজাও।।
সব পেয়েও "ঠিক কি যেন" না পাওয়াটা খুঁজতে ব্যাকুল হয়ে যাও।।
কিন্তু যদি একটু অন্যদিকে দেখা যায়,
ফুটপাতের মানুষটা কিন্তু ঠিকই সারাদিনের ক্লান্তি গায়ে মাখিয়ে পাতলা চাদর গায়ে দিয়ে আরামে ঘুম দেয়।
ডাসবিন থেকে সামান্য খাবার খেয়েও সারাদিন হাসি মুখে কাটিয়ে দেয়।
মাঝে মধ্যে মনে হয় "আমার মন খারাপ"
এটা তো এই যুগের ট্রেন্ড হয়ে গেছে আমরা সবাই জানি।
এত সুন্দর ভাবে বেঁচে থাকার পরেও কেনো তৃপ্তি হয় না..??
তুমি যদি নিজের থেকে যারা ভালো আছে তাদের না দেখে তুমি যার থেকে ভালো আছো সেটা দেখো
নিজের মধ্যেই উপলব্ধি হবে ভগবান তোমাকে অনেক অনেক ভালো রাখছে সুখে রেখেছে।
আসলে দুঃখ,কষ্ট এগুলো খুঁজতে হয় না,ওটা আপনাআপনিই এসে যাবে,তবে সুখটা তোমাকেই খুঁজতে হবে।
হুম জানি সবার জীবনে নতুন নতুন আশা জন্মায়,
আবার সবার চাহিদা ভিন্ন তেমনই সবার দুঃখ ভিন্ন।
ডাক্তার দের মতে যারা বেশি দুঃখ অনুভব করে তার শরীরের অঙ্গ গুলোও দুর্বল ও শক্তি হ্রাস পেতে থাকে ও আয়ু কমতে থাকে।তাই জীবনে সুখটা বেশি জরুরি।সেটা ছোট হোক বা বড়ো।
আর আমি লক্ষ্য করেছি বেশিরভাগ দুঃখ টাকা ও ভালোবাসার অভাবে হয়ে থাকে!
তাই নিজেকে যোগ্য করে তুলতে হবে।
টাকা রোজগারের ও ভালোবাসার।
কথায় আছে যাকে তুমি ভালোবাসো তাকে নয় যে তোমাকে ভালোবাসে তাকে সময় দাও,সুখে থাকবে।
আবার,যেটা তুমি পাওনি সেটা নিয়ে কান্না না করে ঘুরে দাঁড়িয়ে সেটা হাসিল করতে হয়।
কাহিনী-প্রিয়
কোন মন্তব্য নেই