Breaking News

তোমাকে যদি আমার মনের সব কথা বুঝিয়ে বলতে হয়!তাহলে তুমি কীসের প্রেমিক বা প্রেমিকা" রিলেসন | Relation

 রিলেসন

এই শহরের প্রায় দেওয়ালেই বিচ্ছেদ বা সম্পর্ক ভাঙ্গনের গল্পে ভর্তি। এতদিন যে সিঙ্গেল থেকে একজন মনের মানুষ পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ছিল আজ সে তার মনের মানুষকে হারিয়ে একাকিত্বে বিষন্নতা মাখছে।

আসলে লক্ষ্য করে দেখবেন আমরা হুট করেই কোন রিলেশন করে নেয়। অনেকেই ভাবেন রিলেশন মানে একে অপরের সঙ্গে থাকা, একসাথে গল্প করা,সুখ দুঃখ ভাগ করে নেওয়া কিন্তু বাস্তবে এর রূপ অনেকটাই ভিন্ন।

রিলেসন | Relation
রিলেসন | Relation



"তোমাকে যদি আমার মনের সব কথা বুঝিয়ে বলতে হয়!
তাহলে তুমি কীসের প্রেমিক বা প্রেমিকা"
এই বক্তব্যটা প্রায়ই রিলেশনের মধ্যে শুনতে পাবেন।আসলে আপনি কি জানেন?
রিলেশন মানে দুটো মনের মিলন।
আর আমরা মানুষ সুতরাং সবার মন ভিন্ন।
সেখানে ভুল বোঝাবুঝি,রাগ অভিমান এগুলো হবেই।
মানুষ তার নিজের মধ্যেই কী হয় মাঝে মাঝে সে নিজেও জানে না।তাই ভুলবোঝাবুঝি হলে সেটা দুজন দুজনকে বুঝিয়ে বলতে হয়, একবার না হয় দুবার বলতে হয়।আর এখানে যদি আপনার মধ্যে ইগো কাজ করে তাহলে আপনাদের বিচ্ছেদ তো হবেই।
আপনি কী নতুন রিলেশনে যেতে চাইছেন?
তাহলে সবার আগে ভেবে নিন আপনি সারাটা জীবন তাকে আগলে রাখতে পারবেন কিনা!
বা তাকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ভালোবেসে তার পাশে থাকতে পারবেন কিনা!
আপনি কী জানেন জীবনের সব থেকে সহজ কাজ হলো কথা দেওয়া আর সবথেকে কঠিন কাজ সেই কথা রাখা,যেটা সবাই পারে না।
ভেবে দেখুন আপনার ফ্যামেলি প্রব্লেম হবে কিনা...?
আপনার বাবা-মা মানবে কিনা...?
তার দুঃখ,রাগ, অভিমান সহ্য করতে পারবেন কিনা...?
হুম হয়তো আপনার কাউকে পছন্দ হয়েছে বা আপনি কাউকে ভালোবাসে ফেললেন। কী প্রপোজ করবেন ভাবছেন? দাঁড়ান!
সর্বপ্রথম তার সাথে মিশুন এক ভালো বন্ধু হয়ে,তার সুখ দুঃখ সবটা বুঝুন, ওই মানুষটাকে চিনুন যদি আপনার মনে হয় আপনি সারা জীবন আগলে রাখতে পারবেন তবেই প্রকাশ করুন।তার আগে ওই ভালোবাসাটা অপ্রকাশিত রাখুন আর মনে মনে ভালোবাসুন।

" ভালোবাসার আগেই যদি ভালোবাসার ভবিষ্যত আছে
কিনা ভাবেন তাহলে ভালোবাসাটা মূল্যহীন।"
এটা হয়তো অনেকেই শুনেছেন তবে রিলেশনে যাওয়ার আগে আপনাকে ভাবতেই হবে যে আপনার রিলেশনের আদৌও কোনো ভবিষ্যৎ আছে কিনা...?
যদি রিলেশনের কোনো ভবিষ্যৎই না থাকে তাহলে শুধু শুধু কারো লাইফ নষ্ট করার কী দরকার...?
রিলেশনের মাঝামাঝি গিয়ে ফ্যমিলি প্রব্লেম বা অন্য কোনো প্রবলেমের অজুহাতে দিয়ে, কারো বহুদিন ধরে গড়ে তোলা সপ্ন ভাঙ্গার অধিকার আপনার নেই...!


আরও পড়ুন :-



তিলে তিলে গড়ে তোলা স্বপ্ন যখন ভেঙে যায় একটা মানুষের কতটা কষ্ট হয় সেটা নিশ্চয়ই জানেন,
এখন তো ছোট ছোট ছেলেমেয়েরা রিলেশনশিপে চলে আসে কিন্তু ওরা নিজেও জানেনা ভালোবাসা কী? রিলেশন কী?
আবেগের বশে এমন কিছু কাজ করবেন না,
যেখানে অন্য মানুষটা কষ্ট পায়।
শরীর দিয়ে নয় মাথা দিয়ে চিন্তা করুন, তারপর সিদ্ধান্ত নিন।
" সিদ্ধান্ত ভালোবাসার আগে নিতে হয়
ভালোবাসার পরে তো আসে দায়িত্ব। "

কাহিনীঃ -প্রিয় চট্টোপাধ্যায় 

চিত্রঃ  সংগৃহীত


কোন মন্তব্য নেই