Breaking News

আজই জেনে নিন আগামী বছর কবে থেকে দুর্গা পুজো। মহালয়া কবে আর মহরম কবে।

এক বছর অপেক্ষা করবেন কেন? আজই জেনে নিন আগামী বছর কবে থেকে দুর্গা পুজো। মহালয়া কবে আর মহরম কবে।

নবমী নিশি পার হলেই তো বিষাদ। প্রতিমা মণ্ডপে যত দিনই থাকুক না কেন উমার ফিরে যাওয়া মানেই বেদনা। আবার এক বছরের অপেক্ষা। তাই বিষাদ আর অপেক্ষাকে দূরে ফেলে আজ থেকেই শুরু করুন দিন গোনা। দেখতে দেখতে এক বছর কেটে যাবে।


না, ঠিক এক বছর নয়। ঠিক ৩৬৫ দিন পরেই পুজো নয়। এবার তো সেপ্টেম্বরে পুজো শেষ। কিন্তু আগামী বছর মহালয়াই ৯ অক্টোবর। পুজোর ক্যালেন্ডার দেখে নিন—

ষষ্ঠী— ১৫ অক্টোবর, সোমবার

সপ্তমী— ১৬ অক্টোবর, মঙ্গলবার

অষ্টমী— ১৭ অক্টোবর, বুধবার

নবমী— ১৮ অক্টোবর, বৃহস্পতিবার


দশমী— ১৯ অক্টোবর, শুক্রবার

ছুটি রসিকরা নিশ্চয়ই দেখে নিয়েছেন পুজোর শুরু সোমবার। সুতরাং আগামী বছর চতুর্থী আর পঞ্চমী না চাইতেই শনি, রবির ছুটি। সব মিলিয়ে পুজো পাক্কা ছ’দিনের।




আগামী বছর কিন্তু পুজো আর মহরম নিয়ে বিতর্কের ভয় নেই। কারণ পুজো অক্টোবরের তৃতীয় সপ্তাহে। আর মহরম ১০ সেপ্টেম্বর। পুজোর ছুটির সঙ্গে মিশে যাওয়ারও কোনও ভয় নেই। বরং সেই সময়েও শনি থেকে সোম টানা তিন দিনের ছুটি, ছুটি, ছুটি।

➥ আপনার এলাকার যে কোনো রকম খবরের জন্য যোগাযোগ করুন 8769038178 অথবা 8955963704 নাম্বারে➥ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন 8769038178 অথবা 8955963704 নাম্বারে

কোন মন্তব্য নেই