Breaking News

স্নেহের পরশ প্রকল্প | West Bengal Sneher Paras Prakalpa online apply


স্নেহের  পরশ  প্রকল্প | West Bengal Sneher Paras Prakalpa online apply


লকডাউনের জেরে দেশের বিভিন্ন জায়গায় আটকে থাকা বাংলার শ্রমিকদের কথা মাথায় রেখে নতুন প্রকল্পের ঘোষণা করছে রাজ্য সরকার |

 17 ই এপ্রিল 2020 শুক্রবার নবান্নে রাজ্য সরকার তাদের পাশে এসে দাঁড়ানোর জন্য স্নেহের পরশ প্রকল্পের ঘোষণা করে। এই প্রকল্পে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে আটকে পড়া বাংলার শ্রমিকদের প্রত্যেকের জন্য এক কালীন ১০০০ টাকা করে দেবে রাজ্য সরকার ।
Download link Sneher poros app

cleck hare


 মূলত দক্ষিণ ভারত সহ দেশের যে ১৮টি রাজ্যে আটকে পড়েছেন বাংলার শ্রমিক-কর্মচারীরা, তাঁদেরই এই আর্থিক সাহায্য দেওয়া হবে ।এই প্রকল্পের মাধ্যমে  সংশ্লিষ্ট শ্রমিক-কর্মচারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হবে এককালীন এক হাজার টাকা।
Sneer poros application,
Add caption


নিম্নলিখিত শর্তাবলী :

শ্রমিক পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।

 পরিবহন স্থগিতকরণ এবং আন্তঃরাষ্ট্রীয় চলাচলে নিষেধাজ্ঞাগুলির কারণে রাজ্যে ফিরে আসতে সক্ষম  নয় এই ধরনের শ্রমিকদেরই সহায়তা প্রদান করা হবে।

আবেদনকারী পশ্চিমবঙ্গের বাসিন্দা কিনা তা প্রমাণ করার জন্য আবেদনকারীকে রেশন কার্ড নাম্বার , ভোটার কার্ড নাম্বার অথবা আধার নম্বরের বিশদ বিবরণ দিতে হবে।



কীভাবে আবেদন করবেন:

যেহেতু দেশের অন্যান্য অংশে আটকা পড়া  শ্রমিকদের এই প্রকল্পের সরাসরি আবেদন জমা দেওয়া সম্ভব নয়, তাই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার  স্নেহের পরশ / West Bengal Sneher Paras নামে একটি মোবাইল অ্যাপ চালু  করেছে।
আবেদনকারী  মোবাইল অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারে।

আবেদনকারী পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সম্প্রচার হোম পেজে প্রদত্ত জয় বাংলা লিঙ্ক থেকে মোবাইল অ্যাপটি ডাউনলোড করতে পারেন।

Official website  west Beagle Click Here -wb. govt.In

আবেদনকারীকে নিম্নলিখিত বিবরণ প্রদান করতে হবে :

ফটোগ্রাফ
রেশন কার্ড নাম্বার বা  ভোটার কার্ড নাম্বার বা আধার নম্বরের বিশদ বিবরণ ।

ব্যাংক অ্যাকাউন্টের বিশদ:
ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ যাতে আর্থিক সহায়তা জমা দেওয়া হবে।

ব্যক্তির স্থানীয় নিকট আত্মীয়ের  বিশদ বিবরণ ।
পশ্চিমবঙ্গে যোগাযোগ ব্যক্তির নাম, সম্পর্ক এবং যোগাযোগের নম্বর।

এই তথ্যগুলি প্রদান করে আপনি আবেদন করতে পারবেন

স্নেহের পরশ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার লিংক
Download Here 

কোন মন্তব্য নেই