কির্নাহার ওয়েক আপ অ্যাসোসিয়েশন
"আর্থ ডে" তে, মানব সমাজের কল্লানার্থে ওয়েক আপ অ্যাসোসিয়েশনের ক্ষুদ্র প্রচেষ্টা
আজকের এই বিশেষ দিনে "আর্থ ডে" তে, পৃথিবীকে রক্ষা করতে যারা নিরলস পরিশ্রম করছেন ও নিজেদের জীবন বিপন্ন করেছেন, তাদের সম্মান জ্ঞাপনার্থে ওয়েক আপ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি ক্ষুদ্র প্রচেষ্টা চালানো হচ্ছে ।
![]() |
ওয়েক আপ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি ক্ষুদ্র প্রচেষ্টা |
পৃথিবীর বুকে যে "করোনা" মহামারী সৃষ্টি হয়েছে তাকে রুখতে সকল পৃথিবীবাসী সামিল হয়েছে । সেই যজ্ঞে ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি সবথেকে বেশি যাদের ভূমিকা তারা হলেন আমাদের সকল পুলিশকর্মী ও সিভিক ভলেন্টিয়াররা।
এনারা দিন রাত প্রচুর পরিশ্রম করছেন মানুষ যাতে লক ডাউন ঠিকঠাক মেনে চলে। কীর্ণাহার পুলিশ আউট পোষ্ট ও সিভিক ভলেন্টিয়ার তথা সকল পুলিশকর্মীদের এই নিরলস প্রচেষ্টার কথা মাথায় রেখে "ওয়েক আপ অ্যাসোসিয়েশন" তাদের জন্য কিছু সেবা মূলক পরিষেবার ব্যবস্থা করে আজ ।
![]() |
ওয়েক আপ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি ক্ষুদ্র প্রচেষ্টা |
সেই হিসাবে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ প্রত্যেক করোনা ওয়ারিয়র পুলিশকর্মী -সিভিককর্মী ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীদের কে একটি জলের বোতল এবং প্রত্যেক একটি করে গ্লুকোজের প্যাকেট প্রদান করে তাদের কে সম্মান জ্ঞাপন করে ,
ওয়েক আপ অ্যাসোসিয়েশনের ধারনা এই গ্রীষ্মকালীন আবহাওয়ায় স্বতঃস্ফূর্ত থাকার জন্য গ্লুকোজের উপস্থিতি শরীরে একান্ত প্রয়োজন তাই এই সিদ্ধান্ত।
![]() |
ওয়েক আপ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি ক্ষুদ্র প্রচেষ্টা |
ওয়েক আপ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সকলকে আহ্বান জানানো হয় যে- "আসুন আমরা প্রতিজ্ঞা করি লক ডাউন না খোলা পর্যন্ত আমরা বিশেষ প্রয়োজন ব্যতীত ঘর থেকে কেউ বের হব না এবং ভারতের একজন দায়িত্বশীল নাগরিকের মতো নিজের দায়িত্ব পালন করব। "আমরা করব জয় নিশ্চয়"।
![]() |
ওয়েক আপ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি ক্ষুদ্র প্রচেষ্টা |
পশ্চিমবঙ্গ রাজ্যের কোরোনা পরিস্থিতি নিম্নরূপ :-
নিশ্চিত -423
আরোগ্য হত্তয়া - 73
সম্প্রতি মৃত - 15
পুরো ভারত জুড়ে
নিশ্চিত -19984
আরোগ্য হত্তয়া - 3870
সম্প্রতি মৃত - 640
করোনা নিয়ে অযথা আতঙ্ক নয়, গুজব নয়।
সচেতন থাকুন, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন।
"Stay Home & Stay Safe"
সৌজন্যে:- ওয়েক আপ অ্যাসোসিয়েশন
কির্নাহার, বীরভূম
কোন মন্তব্য নেই