Breaking News

লকডাউন এর পর রেল পরিষেবা|railporiseba lock-down er por

লকডাউন এর পর  রেল পরিষেবা কি কি পরিবর্তন হবে

লকডাউন এর জন্য বহুদিন ধরে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ গণপরিষেবা রেল বন্ধ। এই শীঘ্রই শেষ হতে চলেছে। ৪ঠা মে থেকে স্বাভাবিক হতে পারে জনজীবন।
এখন প্রশ্ন হচ্ছে ওই দিন থেকেই কি চালু হবে রেল?  লকডাউন উঠে গেলেও কিছু বিধিনিষেধ অবশ্যই থাকবে রেলযাত্রীদের জন্য। আগের মতো মোটেই শিথিল করা হচ্ছেনা গণপরিবহন ব্যবস্থা। যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে কিছু নির্দেশিকা জারি করা হতে পারে।

railporiseba after lockdown,লকডাউন এর পর রেল পরিষেবা
 লকডাউন এর পর রেল পরিষেবা


সূত্রের খবর জানা গিয়েছে, ফের রেল পরিষেবা চালু হলে যাত্রীদের যাত্রার সময় সীমার 2-3 ঘণ্টা আগে স্টেশনে পৌঁছতে হবে। টিকিট কাউন্টার, ট্রেনের কামরা কোথাও অবাধ চলাফেরা করা চলবে না। সমস্ত ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। টিকিট কাউন্টারে অন্তত এক মিটার দূরত্ব রেখে যাত্রীদের পর পর লাইনে দাঁড়াতে হবে টিকিট সংগ্রহ করার জন্য ।

প্রতিটি যাত্রীকে অবশ্যই আরোগ্য সেতু মোবাইল অ্যাপ ডাউনলোড করতে হবে।

প্রতিটি রেলস্টেশনে ব্যাংক চেকিং তো হবেই সাথে রয়েছে থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা। পাশাপাশি স্যানিটাইজিং-এর বিশেষ ব্যবস্থা রয়েছে। প্রত্যেক যাত্রীকে স্যানিটাইজিং টানেলের মধ্যে দিয়ে যেতে হবে। যাত্রীদের শারীরিক অবস্থার পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ করার পরে তাদের ট্রেনে উঠতে দেওয়া হবে। আর এইসব ব্যবস্থাগুলি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যাত্রীদের কিছু সময় আগে পৌঁছানোর কথা বলা হয়েছে।

রেল পরিষেবা কবে থেকে চালু হবে তা এখনও নির্দিষ্ট করা হয়নি দেশের  কোরোনা সংকটের পরিস্থিতি দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে

কোন মন্তব্য নেই