মন_ভাঙার_মিষ্টি_গল্প golpobitan mon vangar misti galpo
মন_ভাঙার_মিষ্টি_গল্প
golpobitan mon vangar misti galpo |
আজ এলে সুগন্ধি ফুলে
তোমার অনুভূতি জানাতে,
হাতটা ধরলে চলবে বলে
সুখ দুঃখের সঙ্গী হলে,
সময়ের স্বার্থ ফুরিয়ে গেলে,
তুমিও তো ফুরিয়ে যাবে
হঠাৎ করে সেই অবেলাতে।
আমি আবার একলা হবো,
মন খারাপ করবো নয়তো অকারণে হাসবো।
আবার আকাশে কালো মেঘ জমবে,
অনুভূতি গুলো গাল বেয়ে টুপটুপ করে ঝরে পড়বে,
তখন হয়তো নিজেকে বৃষ্টিতে ভিজাবো
না হলে অন্ধকার রাত্রিকে আলিঙ্গন করে,
চাঁদকে গল্প শোনাবো
এক মন ভাঙার মিষ্টি গল্প।
চিন্তা করো না,এই গল্প
আকাশ আর অন্ধকার ছাড়া
কেউ জানবেনা তুমিও না।।।
কবিতাঃ -প্রিয় চট্টোপাধ্যায়
চিত্র - সংগৃহীত
কোন মন্তব্য নেই