Breaking News

একাউন্ট ডিসএকটিভ | account dis-active galpobitan

এটা এখনকার ফেসবুক ব্যবহারকারীদের ট্রেন্ডিং হয়েগেছে। আচ্ছা কেন ওরা একাউন্ট ডিসএকটিভ করে জানেন?
কখনো নিজের কাছে হেরে গেলে,কখনো কারো কাছে প্রতারিত হলে,কখনো প্রিয় মানুষের অবহেলায় আবার কখনো এমনি এমনিই একা থাকতে ইচ্ছে হলে।

account dis-active galpobitan
account dis-active galpobitan

আবার কিছু মানুষ হোয়াটসঅ্যাপের ডিপি, লাস্ট সিন অফ করে দেয়। হুম কিছু জনের মন খারাপ হলে করে আবার কিছু জন এমনি এমনিই করে দেয়।
মানুষের মধ্যে একটা নতুন রোগ এসেছে জানেন?
যাকে আমরা বলি "ভাল্লাগেনা"।
খেতেও ভাল্লাগেনা,ঘুমাতেও ভাল্লাগেনা,পড়তে ভাল্লাগেনা, কিছু করতেই ভাল্লাগেনা।
আচ্ছা আপনি কখনো নিজের কাছে হেরেছেন?
হুম সবথেকে কষ্টকর হারা নিজের কাছে হারা।
কী বুঝলেন না তো?
যাকে আমরা অসহায়ত্ব বলি।
আমরা অনেক সময়ই হেরে যাই,
হয়তো স্বপ্নের কাছে,কোথাও বাস্তবতার কাছে আবার কোথাওবা প্রিয় জনের কাছে।
"সবার অবহেলায় আমরা একাকিত্ব অনুভব করিনা,
কেবল প্রিয় মানুষটার অবহেলায় আমরা
একাকিত্ব অনুভব করি।"
~~~~~~~~~~~~~~~~~~
লেখা  -প্রিয় চট্টোপাধ্যায়
চিত্র: সংগৃহীত

কোন মন্তব্য নেই