Breaking News

চুপ থাকার উপকারিতা/silent is the best policy of happiness.

 

নীরব থাকুন সুস্থ থাকুন

১.কেউ যন্ত্রণা দিচ্ছে? 


Keep Silent for happiness


👤চুপ হয়ে যান। 

২.কেউ অনেক ভালবাসার পরও প্রাপ্যটা দেয়নি? 

👤চুপ হয়ে যান। 

৩.কোন মানুষ অনেক অপমান করছে?

👤চুপ হয়ে যান। 

৪.কেউ ঠকিয়ে গেছে? 

👤চুপ হয়ে যান। 

৪.কেউ আপনাকে নিয়ে তুমুল মিথ্যা দোষারোপ করছে? 

👤চুপ হয়ে যান। 

৫.কেউ বিশ্বাস ঘাতকতা করছে?

👤চুপ হয়ে যান।


👀এমন নিরব হয়ে যান, সে মানুষগুলো যেনো আর কখনই আপনার শব্দ কিংবা ছায়া না দেখে। মৃত হয়ে যান তাদের কাছে। 

প্রতিজ্ঞা করুন আর কখনই ঘুরে তাকাবেন না। শুধু এই প্রতিজ্ঞাটা করতে পারলে আপনি কষ্ট পাবেন না। এই যে নিরবতা আপনাকে দম বন্ধ করা আর্তনাদ দিবে কিন্তু অপর পক্ষকে দিবে আফসোস। 

আসলে আমরা হারাবার ভয়ে শব্দ দিয়ে প্রতিবাদ করি।

কিন্তু আপনি জানেন কি? 

যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করেনি , আপনাকে দমবন্ধ কান্নার অনুভূতি দিয়েছে তারা আপনার কেউ না। 


👀তাই নিজের স্বার্থে বাঁচুন, নিজেকে ভালোবাসুন,,

আপনার একজন "সৃষ্টিকর্তা" আছেন।

সকল দুঃখ, কষ্ট, চাওয়া,পাওয়া'র কথা সৃষ্টিকর্তাকে বলুন তিনি সব কিছুর সমাধান করবেন।

কোন মন্তব্য নেই