এখনই বিয়ে দাও, পরে বিয়ে হবে না কিন্ত! ......সামাজের আয়নায় নারী । social thought about girl child
বাবা-মা আর পাড়ার লোকেদের কথোপকথন:
বিয়ে দিয়ে দাও, বাবা বেঁচে থাকতে বিয়ে দেখে যাক!!
মেয়ে সুন্দর?
বিয়ে দিয়ে দাও, সুন্দরী মেয়ে ঘরে রাখা বিপদ।
মেয়ে সুন্দর না?
বিয়ে দিয়ে দাও, পরে কেউ পছন্দ করবে না!!
মেয়ে মোটা হয়ে যাচ্ছে?
এখনই বিয়ে দাও, পরে বিয়ে হবে না কিন্ত!!
মেয়ে রোগা ?
সামাজের আয়নায় নারী । social thought about girl child |
বিয়ে দাও, স্বাস্থ্য ভালো হবে আর চেহারার লাবণ্যতা আসবে।
মেয়ে অনেক immature?
বিয়ে দাও,responsible হয়ে যাবে!!
মেয়ে matured?
বিয়ে দাও, সময়টা উপযুক্ত!!
মেয়ে কাজ পারে না?
বিয়ে দাও না কেন, সব কাজ শিখে যাবে!!
মেয়ে এতো কাজ পারে?
বাহ্, বিয়ের জন্য একদম প্রস্তুত!! দিয়ে দাও বিয়ে!!
মেয়ে অনেক জেদি?
বিয়ে দিয়ে দাও,দেখবে সোজা হয়ে গেছে।
মেয়ের অনেক ছেলে বন্ধু?
এখনই বিয়ে দিয়ে দাও, মনটা স্থির হবে এক জায়গায়!!
মেয়ে ঘুরতে পছন্দ করে?
বিয়ে দাও, ঘুরুক যত ইচ্ছে জামাই এর সাথে!!
মেয়ের অনেক বিয়ের প্রস্তাব আসছে?
দিয়ে দাও বিয়ে, পরে কিন্তু এতো ভালো
ছেলে পাবা না!!
মেয়ের বয়স বেড়ে যাচ্ছে?
বিয়ে দাও না কেন,একটা গতি হোক আর পরে বাচ্চা হবে না কিন্তু!!
মেয়ে বাড়ি আসতে দেরি করে?
বিয়ে দাও,জামাই গিয়ে নিয়ে আসবে চিন্তা থাকবে না আর।
মেয়ে fb তে অনেক ছবি দেয়?
বিয়ে দাও তাড়াতাড়ি! নজর লাগবে তো মানুষ এর কখন কি হয়!
মেয়ের bf আছে?
বিয়ে দিয়ে দাও,কেলেঙ্কারি ঘটার আগেই!
মেয়ের bf নেই?
বাহ্, একদম বিয়ের জন্য পবিত্র মেয়ে, বিয়ে দাও৷
মেয়ের result খারাপ?
বিয়ে দাও তো, বিয়ের পর এসব কেউ দেখে না।
মেয়ে অনেক ভালো student?
বিয়ে দাও,পরে যোগ্য বর পাবে না!
মেয়ে তুমি বাঁচতে চাও? তাহলে করেই ফেলো
বিয়ে, কারণ মেয়ে, তোমার যে শুধু বৌ হয়ে বাঁচার
অধিকার আছে মেয়ে হয়ে নয়!!
এখনকার সমাজটাই এমন মানসিকতা নিয়ে চলছে,
তুমি যদি ভালো হতে চাও সমাজ তোমাকে ভালো হতে দেবে না।আর মেয়েদের বাবা মার থেকে ওদের পাড়ার লোকেদের বা আত্মীয়দের চিন্তা বেশি থাকে মেয়েদের সম্পর্কে।
একটা কথা বলব কাকু কাকিমা,আপনি যত টাকা দিয়ে মেয়ের বিয়ে দিচ্ছেন,ঐ টাকা দিয়ে যদি মেয়েটাকে একটু পড়ান ওর ডবল টাকা ওরা রোজকার করে দেবে।আর মেয়ে ছেলেকে পৃথক চোখে না দেখে দুজনকেই তার প্রাপ্য যোগ্যতা দিন।
আপনি কী ভাবছেন আপনার ছেলেকে পড়াশোনা করিয়ে লাভ আছে মেয়েদেরকে পড়িয়ে লাভ নেই তাহলে শুনুন বৃদ্ধাশ্রমে বেশিরভাগ বৃদ্ধদের ছেলে কিন্তু শিক্ষিত ও চাকরি যুক্ত। তবুও তারা বৃদ্ধাশ্রমে।
মেয়েদেরকে বোঝা নয় সৌভাগ্য ভাবুন, তবেই আপনার ভাগ্য বদলাবে।
আর কিছু মেয়েদের কে বলি একটু মন দিয়ে পড়াশোনা করো, তোমাদেরকেই প্রমান করতে হবে তোমারাও একজন ভালো মেয়ে হয়ে উঠতে পারো।
বিয়ে তো করতে হবে তবে তার আগে নিজের স্বপ্নটা পূরণ করো।
চিন্তাভাবনা বদলান দুনিয়া বদলে যাবে।
কাহিনী-প্রিয়
ছবি - প্রিয়
কোন মন্তব্য নেই