বিশাখাপত্তনমে গ্যাস লিক আক্রান্ত 1000 নিহত 11 জন|Visakhapatnam Gas Leak: Over 1,000 people have been affected
বিশাখাপত্তনমে গ্যাস লিক আক্রান্ত 1000 নিহত 11 জন
সত্যিই এই সালটা অভিশপ্ত।
আজ রাত তিনটার দিকে অন্ধপ্রদেশের বিশাখাপত্তনমে প্লাস্টিক তৈরির কোম্পানিতে (LG Polymers Chemical plant LTD)বিষাক্ত গ্যাস(Styrene)লিক করে দুর্ঘটনা ঘটে গেছে,তখন সবাই ঘুমাচ্ছিল।
বিশাখাপত্তনম গ্যাস লিক |
সকাল হতেই সেই গ্যাস চারপাশের তিন কিলোমিটারেরর মধ্যে ছড়িয়ে পড়েছে।এখনও অবধি মারা গেছে নয়জন,এক হাজার মানুষ গুরুতর আহত আর পাঁচ হাজার মানুষ আক্রান্ত হয়েছে।কেউ কেউ ঘুমন্ত অবস্থাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে।
গবাদি পশু,কুকুর,বিড়াল,পাখি,শিশু কেউ রেহাই পাইনি।1984 সালে ভূপাল গ্যাস দুর্ঘটনার পর ভারতবর্ষে এটা সবচেয়ে বড়ো দুর্ঘটনা।
শ্বাসকষ্টে মানুষগুলো ছটপট করছে,রাস্তার যেখানে সেখানে অজ্ঞান অবস্থায় পড়ে আছে, চোখের দৃষ্টি হারিয়ে ফেলতে পারে অনেকে।
বিশাখাপত্তনম গ্যাস লিক |
বিশাখাপত্তনম গ্যাস লিক |
বিশাখাপত্তনম গ্যাস লিক |
Visakhapatnam_Gas_Leak
কোন মন্তব্য নেই