মাতৃস্নেহ" প্রকল্প|matri sanho prokalpo
করোনা সঙ্কটকালে বীরভূম জেলা পুলিশের উদ্যোগে চালু হল "মাতৃস্নেহ" প্রকল্প
বীরভূম জেলা পুলিশের উদ্যোগের তালিকায় যোগ করা হলো আরেকটি নতুন প্রকল্প।
মা ও শিশুদের জন্য বীরভূম জেলা পুলিশের এই বিশেষ উদ্যোগের নাম, "মাতৃস্নেহ"।
যাদের বাড়িতে শিশু আছে কিন্তু দুধ অথবা সেরিলেক আনার ব্যবস্থা নেই, শিশুর ভ্যাকসিন দেওয়ার তারিখ পেরিয়ে গেছে কিন্তু বাড়ি থেকে বের হতে পারছেন না, ডাইপার এর দরকার কিন্তু নিতে যাওয়ার উপায় নেই, অসুস্থ শিশুকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া প্রয়োজন কিন্তু যেতে পারছেন না-এই সকল অসুবিধার কথা মাথায় রেখে নতুন বছরের প্রথম দিনে "মাতৃ স্নেহ" প্রকল্পটি শুরু করা হল।
প্রাথমিকভাবে বীরভূম জেলার ৬টি পৌরসভা এলাকাভুক্ত থানা যথা: সিউড়ি, সাইথিয়া, দুবরাজপুর, বোলপুর, রামপুরহাট এবং নলহাটিতে এই পরিষেবা চালু করা হলো যা ২৪X৭ কার্যকর থাকবে । আগামী কয়েকদিনের মধ্যে এই পরিষেবা বীরভূম জেলার বাকি ১৮ টি থানায়ও শুরু করা হবে।সম্পূর্ণভাবে সাদা পোশাক পরিহিত মহিলা পুলিশ কর্মীদের দ্বারা এই পরিষেবা দিবারাত্র পরিচালিত হবে। মহিলা পুলিশ কর্মী দ্বারা নিয়ন্ত্রিত "মাতৃ স্নেহ" কন্ট্রোল রুমের কন্ট্যাক্ট নম্বরে (7602675311, 7602675322) যোগাযোগ করলেই, আবেদনকারীর দোরগোড়ায় পৌঁছে যাব আমরা।
ইতিপূর্বে উল্লেখযোগ্য যে বীরভূম জেলা পুলিশের "পুলিশ বন্ধু" প্রকল্প যা জেলার বয়স্ক এবং একাকী ব্যক্তিদের সুবিধা-অসুবিধায় পাশে থেকে জরুরী কালীন পরিষেবা দেওয়ার জন্য শুরু করা হয়েছিল তা গোটা জেলা জুড়ে ব্যাপকরকম সাড়া ফেলেছে। আশা করব "মাতৃস্নেহ" প্রকল্পটির মধ্য দিয়ে আমরা একই রকম ভাবে শিশু এবং মায়েদের পাশে দাঁড়াতে পারব।
আপনাদের সকলের জন্য রইল শুভেচ্ছা । ভাল থাকবেন, সুস্থ থাকবেন, অকারনে ঘর ছেড়ে বেরোবেন না। ধন্যবাদ।
#FightAgainstCorona
#BirbhumDistrictPolice
বীরভূম জেলা পুলিশের উদ্যোগের তালিকায় যোগ করা হলো আরেকটি নতুন প্রকল্প।
মা ও শিশুদের জন্য বীরভূম জেলা পুলিশের এই বিশেষ উদ্যোগের নাম, "মাতৃস্নেহ"।
যাদের বাড়িতে শিশু আছে কিন্তু দুধ অথবা সেরিলেক আনার ব্যবস্থা নেই, শিশুর ভ্যাকসিন দেওয়ার তারিখ পেরিয়ে গেছে কিন্তু বাড়ি থেকে বের হতে পারছেন না, ডাইপার এর দরকার কিন্তু নিতে যাওয়ার উপায় নেই, অসুস্থ শিশুকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া প্রয়োজন কিন্তু যেতে পারছেন না-এই সকল অসুবিধার কথা মাথায় রেখে নতুন বছরের প্রথম দিনে "মাতৃ স্নেহ" প্রকল্পটি শুরু করা হল।
বীরভূম জেলা পুলিশের উদ্যোগে চালু হল "মাতৃস্নেহ" প্রকল্প |
প্রাথমিকভাবে বীরভূম জেলার ৬টি পৌরসভা এলাকাভুক্ত থানা যথা: সিউড়ি, সাইথিয়া, দুবরাজপুর, বোলপুর, রামপুরহাট এবং নলহাটিতে এই পরিষেবা চালু করা হলো যা ২৪X৭ কার্যকর থাকবে । আগামী কয়েকদিনের মধ্যে এই পরিষেবা বীরভূম জেলার বাকি ১৮ টি থানায়ও শুরু করা হবে।সম্পূর্ণভাবে সাদা পোশাক পরিহিত মহিলা পুলিশ কর্মীদের দ্বারা এই পরিষেবা দিবারাত্র পরিচালিত হবে। মহিলা পুলিশ কর্মী দ্বারা নিয়ন্ত্রিত "মাতৃ স্নেহ" কন্ট্রোল রুমের কন্ট্যাক্ট নম্বরে (7602675311, 7602675322) যোগাযোগ করলেই, আবেদনকারীর দোরগোড়ায় পৌঁছে যাব আমরা।
স্ত্রীর প্রেমিকের হাতে খুন হতে হল স্বামীকে।
ইতিপূর্বে উল্লেখযোগ্য যে বীরভূম জেলা পুলিশের "পুলিশ বন্ধু" প্রকল্প যা জেলার বয়স্ক এবং একাকী ব্যক্তিদের সুবিধা-অসুবিধায় পাশে থেকে জরুরী কালীন পরিষেবা দেওয়ার জন্য শুরু করা হয়েছিল তা গোটা জেলা জুড়ে ব্যাপকরকম সাড়া ফেলেছে। আশা করব "মাতৃস্নেহ" প্রকল্পটির মধ্য দিয়ে আমরা একই রকম ভাবে শিশু এবং মায়েদের পাশে দাঁড়াতে পারব।
আপনাদের সকলের জন্য রইল শুভেচ্ছা । ভাল থাকবেন, সুস্থ থাকবেন, অকারনে ঘর ছেড়ে বেরোবেন না। ধন্যবাদ।
#FightAgainstCorona
#BirbhumDistrictPolice
কোন মন্তব্য নেই