মিসড কল করেই জেনে নিন অ্যাকাউন্ট ব্যালান্স |all bank miscall balance inquiry no
মিসড কল করেই জেনে নিন অ্যাকাউন্ট ব্যালান্স
দেশের বর্তমান পরিস্থিতি দিন দিন তলানির দিকে ঠেকছে। এর পিছনে রয়েছে অতিক্ষুদ্র এক ভাইরাস। যে ভাইরাস ইতিমধ্যেই বিশ্বের তাবড় তাবড় দেশগুলিকে পর্যদস্ত করেছে। চীন, ইটালি, আমেরিকার মতো দেশগুলি এই ভাইরাসের কবলে পড়ে কূলকিনারা হারিয়ে ফেলেছে। ঠিক তেমনি এই ভাইরাসের কবলে ভারতও। যদিও সঠিক সময়ে লকডাউন ভারতকে কিছুটা হলেও সামাল দিয়েছে। এই ভাইরাসকে প্রতিহত করতে ভারতে প্রথম দফায় ২৪ শে মার্চ থেকে ২১ দিনের জন্য লকডাউন জারি করে। যে লকডাউন শেষ হওয়ার কথা ছিল আগামী ১৪ ই এপ্রিল। কিন্তু এই লকডাউনের মেয়াদ বাড়ানো হয় ৩ মে এপ্রিল পর্যন্ত।
মিসড কল করেই জেনে নিন অ্যাকাউন্ট ব্যালান্স |
দেশজুড়ে লকডাউন চলাই ব্যাহত দেশের সাধারণ পরিষেবাগুলি। চালু রয়েছে কেবলমাত্র জরুরী বা অত্যাবশ্যকীয় পরিষেবা। যে কারণে স্বাভাবিক জীবন-যাপন নেই নাগরিকদের। আর লকডাউন জারি না হলেও এই ভাইরাসের থেকে বাঁচার উপায় হল নিজেকে সামাজিকভাবে সরিয়ে রাখা, জমায়েত না করা, ভিড়ভাট্টা এড়িয়ে চলা। আর এই জমায়েত, ভিড়ভাট্টা ইত্যাদি থেকে নিজেকে সরিয়ে রাখতে বারবার ব্যাঙ্কের লাইনে বা অন্য কোন লাইনে না দাঁড়ানো উচিত।
তাহলে ব্যাঙ্কে অথবা এটিএম কাউন্টারে না গিয়ে কিভাবে মিলবে ব্যাঙ্কের ন্যূনতম ব্যালান্স ইনকোয়ারি, স্টেটসম্যান ইত্যাদি পরিষেবাগুলি? কোথাও না গিয়েও এই পরিষেবাগুলি পাওয়া সম্ভব। তাহলে আপনার ব্যাঙ্কের সাথে রেজিস্টার্ড করা মোবাইল নম্বরের মাধ্যমে। দেশের প্রতিটি ব্যাঙ্কের একটি করে টোল ফ্রি নম্বর রয়েছে যে নম্বরে মিসড কল দিলেই পাওয়া যাবে ব্যালেন্সের বিস্তারিত বিবরণ। চলুন দেখে নেওয়া যাক দেশের দরকারি ব্যাঙ্কগুলির মিসডকল দেওয়ার নম্বর।
কোন মন্তব্য নেই