Breaking News

বন্ধুত্ব থেকে ভালোবাসা | friendship to love

আচ্ছা একজন ছেলে আর একজন মেয়ে কী ভালো বন্ধু হতে পারে?
আপনার উত্তর হয়তো হবে," হ্যাঁ হতেই পারে!"
আচ্ছা তাহলে কিছু কবিদের কথা দেখা যাক,
শেক্সপিয়ার বলেছিলেন,
"একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না,কারণ এখানে আবেগ আছে, দৈহিক আকাঙ্খা আছে।"
অস্কার উল্ড বলেছেন,
"নারী এবং পুরুষের মাঝে কেবলই বন্ধুত্বের সম্পর্ক থাকা অসম্ভব।যা থাকতে পারে তা হলো আকাঙ্খা,দুর্বলতা,ঘৃণা কিংবা ভালোবাসা।"
friendship to love
friendship to love

আর হুমায়ূন আহমেদ বলেছিলেন,
"ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে কিন্ত তারা অবশ্যই
প্রেমে পড়বে।হয়তো খুবই অল্প সময়ের জন্য অথবা ভুল সময়ে। কিংবা খুবই দেরিতে, আর নাহয় সব সময়ের জন্য। তবে প্রেমে তারা পড়বেই।"
হুম একজন ছেলে আর মেয়ে কখনো ভালো বন্ধু হয়ে থাকতে পারবে না বেশি দিন।
দুজনের মধ্যে একজন আর একজনকে তো ভালোবাসবেই এটাই নিয়ম।
আমরা বেশিরভাগ সময় আমাদের বন্ধুদের সঙ্গে কাটাই, ওদের প্রায় কথা বলি।
এদের মধ্যে অনেকেটা স্বাধীন ও কম্পফিটেবল অনুভূতি হয়,ফলে সহজেই ওদের বিশ্বাস ও ভালোবাসাটা চলে আসে।
আপনি হয়তো এখন বলবেন,"আমার তো কিছু মনে হয়না!"
তাহলে হয়তো তুমি তার সাথে বন্ধুত্বটাই করে উঠতে পারো নি বা হয়তো আপনার কোনো বন্ধু আপনাকেই ভালোবাসে বা আপনি তার সাথে সময় কাটান নি।তবে ভালোবাসাটা তো হবেই।
হুম হয়তো সে প্রকাশ করবে না,তবে মনে মনে আপনাকে ভালোবাসবে,আড়াল থেকেই আপনাকে হেল্প করবে, আড়াল থেকেই আপনাকে দেখে মুচকি হাসি দেবে,সে আপনার সাথে অনেকটা সময় কাটাতে চাইবে।
আবার কিছুজন তো 'লাভ লেটার' দিয়েই দেয়।
"বন্ধুত্ব থেকে গড়ে উঠা ভালোবাসা গুলো বেশি দৃঢ় হয় মিলিয়ে নিও''

কাহিনী-প্রিয়
ছবি - প্রিয়

কোন মন্তব্য নেই