আমি যখন বারবার কল করে ভালোবাসি ভালোবাসি বলতাম, Best romantic story
অতিরিক্ত অভিমান
~ আমি যখন বারবার কল করে ভালোবাসি ভালোবাসি বলতাম,
তুমি বলতে 'অতি ভক্তি কিন্তু চোরের লক্ষন।'
তাই আমি অতিরিক্ত কথা বলা বন্ধ করলাম।
~ আমি যখন সারাদিন কথা বলতে চাইতাম সময় দিতে বলতাম,
তুমি বলতে 'সময়ের দাম দিতে শেখো!'
তাই আবেগ কন্ট্রোল করে সময়ের দাম দিতে শিখে নিলাম।
~ আমি যখন তোমার একটা কল বা ম্যাসেজ এর জন্য দীর্ঘ অপেক্ষা করতাম,
তুমি বলতে 'বেশি আশা ভালো না!'
তাই আমি আশা করা ছেড়ে দিয়ে অপেক্ষা করতে ভুলে গেলাম।
~ আমি যখন তোমাকে নিয়ে খারাপ স্বপ্ন দেখে,সবার আগে ফোন করে তোমার খোঁজ নিতাম, তুমি ঠিক আছো কিনা?
তুমি বলতে 'পাগলামী টা একটু কমাও!'
নিজেকে তাই সুস্থ মস্তিষ্কের মানুষ হিসেবে গড়ে তুললাম।
~ আমি যখন না খেয়ে অপেক্ষা করতাম এটা জানার জন্য তুমি খেয়েছো কিনা?
তুমি বলতে 'এতো ন্যাকামি ভাল্লাগেনা।'
তাই ন্যাকামি ছেড়ে নিজের মতামত কে তখন গুরুত্ব দিতে শিখলাম।
~ আমি যখন কান্নায় ভেঙ্গে পড়তাম তোমার অবহেলায়!
তুমি বলতে 'এত দূর্বল কেনো তুমি?'
তাই কান্না ছেড়ে নিজেকে শক্ত করে নিলাম।
কিছু দিন পর তুমি যখন চলে যেতে চাইলে
আমি বললাম যেতে পারো আটকাবো না!
তখন তুমি বুঝতে পারলে আমি বাস্তবতা শিখে গেছি।
হ্যাঁ, তুমি আমায় অনেক কিছু শিখিয়েছো,
এর জন্য ধন্যবাদ।
তবে তুমি হয়তো জানতে না,এই ন্যাকামি গুলোই
একটা সুন্দর ভালোবাসার ইতিহাস গড়ে তোলে।
তুমি জানতে না,এই পাগল মানুষগুলো মন থেকে ভালোবাসতে জানে।
তুমি হয়তো জানতে না,এই ছোট্ট ছোট্ট আবেগ গুলো থেকেই ভালোবাসা তৈরি হয়।
তুমি হয়তো জানতে না,আমি ভালোবাসি বলেই আমার গুরুত্বপূর্ণ সময় টুকু তোমায় দিতাম।
আজ আমিও একটা জিনিষ তোমাকে শিখালাম,
"সময় থাকতে মূল্য দিতে শিখো
কারন
অতিরিক্ত অভিমান নিয়ে যারা হারিয়ে যায়
তারা কখনো ফিরে আসে নাহ।"
কাহিনী-প্রিয়
ছবি - সংগৃহীত
~ আমি যখন বারবার কল করে ভালোবাসি ভালোবাসি বলতাম,
তুমি বলতে 'অতি ভক্তি কিন্তু চোরের লক্ষন।'
তাই আমি অতিরিক্ত কথা বলা বন্ধ করলাম।
~ আমি যখন সারাদিন কথা বলতে চাইতাম সময় দিতে বলতাম,
তুমি বলতে 'সময়ের দাম দিতে শেখো!'
তাই আবেগ কন্ট্রোল করে সময়ের দাম দিতে শিখে নিলাম।
Best romantic story bengali, atirikto abhiman |
~ আমি যখন তোমার একটা কল বা ম্যাসেজ এর জন্য দীর্ঘ অপেক্ষা করতাম,
তুমি বলতে 'বেশি আশা ভালো না!'
তাই আমি আশা করা ছেড়ে দিয়ে অপেক্ষা করতে ভুলে গেলাম।
~ আমি যখন তোমাকে নিয়ে খারাপ স্বপ্ন দেখে,সবার আগে ফোন করে তোমার খোঁজ নিতাম, তুমি ঠিক আছো কিনা?
তুমি বলতে 'পাগলামী টা একটু কমাও!'
নিজেকে তাই সুস্থ মস্তিষ্কের মানুষ হিসেবে গড়ে তুললাম।
~ আমি যখন না খেয়ে অপেক্ষা করতাম এটা জানার জন্য তুমি খেয়েছো কিনা?
তুমি বলতে 'এতো ন্যাকামি ভাল্লাগেনা।'
তাই ন্যাকামি ছেড়ে নিজের মতামত কে তখন গুরুত্ব দিতে শিখলাম।
~ আমি যখন কান্নায় ভেঙ্গে পড়তাম তোমার অবহেলায়!
তুমি বলতে 'এত দূর্বল কেনো তুমি?'
তাই কান্না ছেড়ে নিজেকে শক্ত করে নিলাম।
কিছু দিন পর তুমি যখন চলে যেতে চাইলে
আমি বললাম যেতে পারো আটকাবো না!
তখন তুমি বুঝতে পারলে আমি বাস্তবতা শিখে গেছি।
হ্যাঁ, তুমি আমায় অনেক কিছু শিখিয়েছো,
এর জন্য ধন্যবাদ।
তবে তুমি হয়তো জানতে না,এই ন্যাকামি গুলোই
একটা সুন্দর ভালোবাসার ইতিহাস গড়ে তোলে।
তুমি জানতে না,এই পাগল মানুষগুলো মন থেকে ভালোবাসতে জানে।
তুমি হয়তো জানতে না,এই ছোট্ট ছোট্ট আবেগ গুলো থেকেই ভালোবাসা তৈরি হয়।
তুমি হয়তো জানতে না,আমি ভালোবাসি বলেই আমার গুরুত্বপূর্ণ সময় টুকু তোমায় দিতাম।
আজ আমিও একটা জিনিষ তোমাকে শিখালাম,
"সময় থাকতে মূল্য দিতে শিখো
কারন
অতিরিক্ত অভিমান নিয়ে যারা হারিয়ে যায়
তারা কখনো ফিরে আসে নাহ।"
কাহিনী-প্রিয়
ছবি - সংগৃহীত
কোন মন্তব্য নেই