Breaking News

২০০ টি প্যাসেঞ্জার ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল ভারতীয় রেল, কি কি নিয়ম মেনে চলবে দেখে নেন

 দেশ জুড়ে শুরু হয়েছে চতুর্থ পর্যায়ের লকডাউন। আর এই লকডাউনের নতুন নির্দেশিকায় বলা হয়েছিল দেশে ট্রাম চলাচল বন্ধ থাকবে এছাড়া শুধু শ্রমিক স্পেশাল ট্রেন চলবে। কিন্তু এবার ভারতীয় রেল ২০০ টি প্যাসেঞ্জার ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

১ জুনথেকে চলবে 200 টি প্যাসেঞ্জার ট্রেন
১ জুনথেকে চলবে 200 টি প্যাসেঞ্জার ট্রেন


১ জুন থেকে চলবে ট্রেনগুলি। এসি- নন এসি কোচ চালানো হবে। অন্যদিকে ট্রেনের টিকিট বুক শুরু হবে বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে। টিকিট বুক করতে হবে IRCTS ওয়েবসাইটে।



এছাড়া রেলের নির্দেশিকায় জানানো হয়েছে, সর্বাধিক ৩০ দিন আগে থেকে টিকিট কাটা যাবে। অন্যদিকে যাত্রার ২ ঘণ্টা আগেও অনলাইনে টিকিট কাটতে পারেন যাত্রীরা। এছাড়া ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগে স্টেশনে পৌঁছাতে হবে। তারপর স্ক্রিনিং টেস্ট করে তবেই যাত্রীরা ট্রেনে উঠতে পারবেন। এছাড়া মুখে মাস্ক ও ফোনে আরোগ্য সেতু অ্যাপ থাকা বাধ্যতামূলক। অন্যদিকে প্যাকেটজাত খাবার সরবরাহ করা হবে।

কোন মন্তব্য নেই