Breaking News

ভারতের নাম উজ্জ্বল করল দরিদ্র খেত মজুরের মেয়ে

Hima Das

মেয়েটি হিমা দাস
নাম শোনেননি নিশ্চয়ই, সেটাই স্বাভাবিক, চলুন হত দরিদ্র খেত মজুরের মেয়েটির গল্প শোনা যাক।
অন্য দু-পাঁচটা সাধারণ গল্প নয়, একটি মেয়ের আজীবন দাঁতে দাঁত চেপে একটি স্বপ্নকে সত্যি করার গল্প, একটি ইতিহাস তৈরির গল্প ।
..
মেয়েটি দৌড়বাজ,
যখন অন্যান্য দৌড়বাজরা সাপ্লিমেন্ট আর প্রোটিন বার খেয়েছে, তখন হিমা ডাল-ভাত খেয়েছে ।
ধানের ক্ষেতের আলে দৌড়েছে, সেটাই হয়েছে তার প্রাকটিস ট্র্যাক,  আসল দৌড়ানোর জন্যে ট্রাকে পা ফেলার কাহিনী অনেক পরে ।
ছেড়া ও ব্যবহার অনুপযোগী স্পাইক পরে দৌড়েছে, কিন্তু কখনো সেটাকে বাঁধা হতে দেয়নি ।
সবসময় নিজের লক্ষ্যে স্থির থেকেছে, কখনো তার অন্যান্য প্রতিযোগীদের কথা ভাবেনি, শুধু বাঁশি বাজলেই যেন উড়ন্ত বাজপাখি ...  তার যে লক্ষ্য স্থির ।


ইংলিশে নাকি ফ্লুয়েন্ট নয়, তাতে কার কি এসে যায়? মানুষকে কর্ম দিয়ে বিচার করুন, তার কোন ভাষার প্রতি জ্ঞান দিয়ে নয় । আপনার ইংলিশ জ্ঞানকে নয় নিজের পকেটে রাখুন, আর একটি সাধারণ মেয়ের অসাধারন হয়ে ওঠা চাক্ষুষ করুন ।
এই মেয়েটিই ফিনল্যান্ডে অনুষ্ঠিত World U20 Champions এ 400 মিটার দৌড়ে ভারতকে প্রথম স্বর্ণপদক এনে দিয়ে বিশ্ব দরবারে ভারতের নাম উজ্জ্বল করল ।
ইতিহাস গড়ল এই মেয়েটি .. হিমাই প্রথম কোন ট্র্যাক Athele যে কিনা যে কোন গ্লোবাল ট্র্যাক ইভেন্টে ভারতকে প্রথম স্বর্ণপদক এনে দিল ।
স্যালুট তোমায় হিমা ..
তোমার লড়াইকে , তোমার একাগ্রতাকে ..
ভবিষ্যতে অনেক অনেক উন্নতি করো, আর আমাদের গর্বিত করতে থেকো ..
জানি এই সোনার মেয়ে আমাদের নিরাশ করবে না ..

জয় হিন্দ

কোন মন্তব্য নেই