অমরনাথ যাত্রীদের উপর জঙ্গি হামলা, নিহত ৭
সন্ত্রাসে রক্তাক্ত কাশ্মীর।
এবার জঙ্গিদের নিশানায় অমরনাথ যাত্রীরা। সোমবার, উপত্যকায় অনন্তনাগ জেলায় অমরনাথ দর্শন করে ফেরত আসার সময় পূণ্যার্থীদের একটি বাসে হামলা চালায় জঙ্গিরা। রাত সাড়ে আটটা নাগাদ ঘটে এই হামলা। পুলিশ সুত্রে খবর, ওই হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৭ জন পুণ্যার্থীর।
আহত হয়েছেন তিন পুলিশকর্মী সহ ১২ জন। পুলিশকর্মীরা পূণ্যার্থীদের এসকর্ট করে নিয়ে যাচ্ছিলেন। এছাড়াও বান্তিগো এলাকায় একটি পুলিশ দলের উপরও হামলা চালায় জঙ্গিরা। জোড়া হামলার জেরে উপত্যকায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা।
সন্ত্রাসে রক্তাক্ত কাশ্মীর |
টুইট করে ওই ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়-সহ বহু বিশিষ্টরা। নিন্দা করেছেন ন্যাশনাল কনফারেন্সের নেতা তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। অমরনাথ যাত্রীদের ওপর উগ্রপন্থী হামলার তীব্র নিন্দা করেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।
তিনি বলেছেন, ‘বিজেপি শাসনে কাশ্মীরের পরিস্থিতির দিন দিন অবনতি ঘটছে। মোদী সরকারের ভ্রান্ত নীতির ফলে পরিস্থিতির যেভাবে অবনতি হচ্ছে, তা গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা এই উগ্রপন্থী হামলার তীব্র নিন্দা করছি এবং নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’
কোন মন্তব্য নেই