Breaking News

general knowladge qiiz no110 || gk10000

 

General Knowledge in bengali


সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর – General Knowledge in Bengali

 এই  পেজটাতে আপনাদের জন্য আলোচনা করা হয়েছে সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর । বাংলা তথা সমগ্র ভারতবর্ষের যেকোনো ধরনের সরকারি চাকরির পরীক্ষার,  প্রতিযোগিতামূলক পরীক্ষার (All Comparative exam: WBPSC, WBCS, WBP SI, WBP Constable, SSC, School Service, Railway exam, General Knowledge in Bengali, etc) প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের এই পেজটি  আপনাকে অনেক সাহায্য করবে    প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে যারা বিভিন্ন  সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর খুঁজছেন তারা নিচের দেওয়া প্রশ্ন উত্তর গুলো ভালো করে পড়তে পারেন । পড়লেই নিশ্চিত (General Knowledge GK Question and Answer in Bengali)  কমন পাবেন 

This is one of the best important parts of collect General Knowledge. Students preparing for competitive examinations should give a great attention to this section of General Knowledge. Here we have listed only the important questions and answers 


সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর – General Knowledge in Bengali



Q1. ‘সমকালীন ভারতবর্ষ ও বিবেকানন্দ ’ এর লেখক কে ?

ANSWER= শঙ্করীপ্রসাদ বসু ।




 

Q2. যে শিক্ষা মানুষকে খেতে দিতে পারে না , সে শিক্ষা আমি মানি না । ” – বক্তা কে?

ANSWER= স্বামী বিবেকানন্দ ।




 

Q3. সাহিত্য ও সংস্কৃতি ক্ষেত্রে ”কালিদাস সম্মান’ দেয় ভারতের কোন রাজ্য সরকার ?

ANSWER= মধ্যপ্রদেশ ।




 

Q4. সত্যজিৎ রায়ের প্রথম সিনেমার নাম কি ?

ANSWER= পথের পাঁচালী ।




 

Q5. মেঘদূত ’ – এর রচয়িতা কে ?

ANSWER= কালিদাস ।




 

Q6. মার্চেন্ট অফ ভেনিস ‘ কার লেখা ?

ANSWER= শেক্সপীয়ার ।




 

Q7. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন ?

ANSWER= ১৯২১ সালে ।




 

Q8. ওয়ার অ্যান্ড পিস ‘ উপন্যাসটির রচয়িতা কে ?

ANSWER= লিও টলস্টয় ।




 

Q9. “ দি হােয়ই কাসল ‘ – বইটির রচয়িতা কে ?

ANSWER= ওরহান পামুক ।




 

Q10. ‘গৃহদাহ ‘ উপন্যাসটির রচয়িতা কে ?

ANSWER= শরৎন্দ্র চট্টোপাধ্যায় ।




 

Q11. ‘ ধূসর পান্ডুলিপি’ কে লিখেছিলেন ?

ANSWER= জীবনানন্দ দাস ।




 

Q12. ২০০৬ সালে আনন্দ পুরস্কার কে পান ?

ANSWER= উৎপল কুমার বসু ।




 

Q13. ‘ রূপসী বাংলা ’ কোন্ লেখকের ছদ্মনাম ?

ANSWER= জীবনানন্দ দাস ।




 

Q14. ‘Comedy of Error ‘ বইটির রচয়িতা কে ?

ANSWER= উইলিয়াম শেক্সপীয়ার ।




 

Q15. ‘হরিণের জন্য একক ‘ বইটির লেখক কে ?

ANSWER= জয় গােস্বামী ।




 

Q16. ‘হুতোম পাঁচার নক্সা ’ কার লেখা ?

ANSWER= প্যারীচাঁদ মিত্র ।




 

Q17. “ Bus Stop ” বইটির রচয়িতা কে ?

ANSWER= বিক্রম শেঠ ।




 

Q18. ‘নীলদর্পণ ‘ নাটকের ইংরাজী অনুবাদক কে ছিলেন ?

ANSWER= ‘রেভারেন্ড লং ‘ ।




 

Q19. সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কোন বইয়ের জন্য জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন ? Ans : ‘ গণদেবতা ” ।

ANSWER= ‘ গণদেবতা ” ।




 

Q20. ‘পুতুলনাচের ইতিকথা ‘ কার রচনা ? Ans : ‘ গণদেবতা ” ।

ANSWER= মানিক বন্দ্যোপাধ্যায় ।



Important GK For All Competitive Exam | General Knowledge GK in Bengali | জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর | সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর


জেনারেল নলেজ জিকে (General Knowledge GK) – সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর ”  বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা এবং সমস্ত  চাকরি পরীক্ষায় (যেমন : WBPSC, WBSSC, WBCS, School Service TET, Police) জেনারেল নলেজ (General Knowledge GK) – সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে আমাদের   পক্ষ থেকে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর / সাধারণ জ্ঞান কুইজ / সাধারণ জ্ঞান MCQ / সাধারণ জ্ঞান PDF / সাধারণ জ্ঞান চাকরির ইন্টারভিউয়ে জন্য / সাধারণ জ্ঞান চাকরির পরীক্ষার জন্য / জেনারেল নলেজ কোশ্চেন / জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর pdf / জেনারেল নলেজ খেলা / জেনারেল নলেজ Group D / জেনারেল নলেজ কুইজ / বাচ্চাদের জেনারেল নলেজ / জেনারেল নলেজ (GK – General knowledge / General knowledge in Bengali / GK in Bengali /  general knowledge in hindi / general knowledge question and answer in bengali / general knowledge 2020 / general knowledge quiz / common general knowledge questions and answers / general knowledge questions and answers pdf / general knowledge 2021 / 2022 / 2023 / 2024 / 2025 pdf / general knowledge questions in english, general knowledge questions in bengali ) 



আমাদের এই পোস্টটি থেকে আপনি যদি উপকৃত হন তাহলে আমাদের পরিশ্রম সফল হয়েছে বলে মনে করি।  বিভিন্ন ধরনের বাংলা জিকে প্রশ্ন উত্তর কুইজ জানতে আমাদের সঙ্গে থাকুন। কমেন্ট বক্সে কমেন্ট করুন ও আপনার সহপাঠী বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন।  ধন্যবাদ।

আরো অনেক কুইজ পেতে  MORE GK QUIZ  ক্লিক করুন।

কোন মন্তব্য নেই