Breaking News

মুখের কালো দাগকে বলুন চিরবিদায় মাত্র ১টি প্যাক ব্যবহারে!

মুখের কালো দাগ ত্বকের সৌন্দর্য হানি করে দেওয়ার জন্য দায়ী।

বিভিন্ন কারণে ত্বকে কালো দাগ পড়তে পারে।  বাজার ঘুরলে অনেক নামী দামী ক্রিম পাওয়া যাবে যা ত্বকের কালো দাগ দূর করে থাকে। এবার  ঘরোয়া ও সহজ একটি ফেসপ্যাক ব্যবহার করে চিরতরে দূর করে ফেলুন ত্বকের কালো দাগ।



প্যাকটি তৈরি করতে কি কি প্রয়োজন?

– ১ চা চামচ টমেটোর রস
– ১ টেবিল চামচ মধু
– ১ চা চামচ লেবুর রস

কি তৈরি করবেন ?


 প্রথমে মুখটি জল দিয়ে পরিষ্কার করে নিন। তারপর একটি তোয়ালে দিয়ে মুখটি মুছে নিন।
২। টমেটোর রস, লেবুর রস এবং মধু ভাল করে মিশিয়ে নিন।
৩। এবার এই প্যাকটি আঙুল দিয়ে ম্যাসাজ করে ত্বকে লাগিয়ে নিন।
৪। ১০ মিনিট অপেক্ষা করুন।
৫। ১০ মিনিট পর শুকিয়ে গেলে কুসুম গরম জল দিয়ে মুখটি হালকাভাবে ধুয়ে ফেলুন তারপর ঠান্ডা জল দিয়ে মুখটা  ভাল করে ধুয়ে নিন।



উপকারিতা :-

টমেটো:-
টমেটোতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান আছে যা ত্বকের বলিরেখা পড়া থেকে রক্ষা করে। এমনকি এটি ত্বকের কালো দাগ দূর করে উজ্জ্বলতা বৃদ্ধি করে থাকে।

মধু:-
মধুর অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিসেপটিক উপাদান ত্বকের কোষগুলো ময়োশ্চারাইজ করে ত্বক নরম কোমল করে তোলে।

লেবুর রস:
লেবুতে প্রাকৃতিক ব্লিচিং উপাদান রয়েছে যা ত্বকের কালো দাগ দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে থাকে।

কোন মন্তব্য নেই